গুগল ডুডলে বিদায় ২০২১

৩১ ডিসেম্বর, ২০২১ ১২:৩৬  
২০২১ সালকে বিদায় জানাতে বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল । ৩১ ডি‌সেম্বর  টুপি ও লাইটে সেজেছে গুগল। মাঝে রয়েছে ক্যান্ডি। জি অক্ষরের মাথায় আছে পার্টি ক্যাপ। ও অক্ষরে রয়েছে ক্যান্ডি। এছাড়া বেলুন, লাইট, রঙিন রিবন ঝুলছে গুগলের মাথায়। আর এই গুগল লোগো-তে ক্লিক করলে খুলছে একটি পেজ। যেখানে সকলকে শুভেচ্ছা জানাচ্ছে গুগল। আর ২০২১ সালের সব গুরুত্বপূর্ণ খবরের দেখা মিলছে এই পেজে। এবারই প্রথম নয়, গুগল বিভিন্ন উৎসব ও দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। কখনো কোনো বিখ্যাত ব্যক্তির জন্মদিন কিংবা মৃত্যুদিন উদযাপন করতে তো কখনো বিশেষ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে করাতে উদ্যোগ নেয় গুগল। শেষ বড়দিনে সাজতে দেখা গিয়েছিল গুগলকে। সেদিনও সান্তা টুপি পরেছিলেন গুগল।